এখনো আছে ট্রেনের আট হাজার অগ্রিম টিকিট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। তবে এখনও আরো প্রায় আট হাজার টিকিট অবিক্রীত রয়েছে। এসব টিকিটের অধিকাংশই ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের।

বাংলাদেশ রেলের টিকিট বিক্রির সঙ্গে জড়িত সহজের নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ শুক্রবার দুপুরে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুর ৩টা নাগাদ ১৭ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

তিনি জানান, শুরুর প্রথম মিনিটেই বাংলাদেশ রেলওয়ের টিকিটিং ওয়েবসাইটে ১২ লাখ মানুষ প্রবেশ করেছে। এখনো আট হাজার টিকিট অবিক্রীত রয়েছে।

এর আগে, সকাল ৮টা ১ মিনিটে এক হাজার টিকিট বিক্রি হয় বলে জানfন সন্দ্বীপ দেবনাথ। আজ বিক্রি হবে ২৫ হাজার ৭৭৮টি অগ্রিম টিকিট।

তিনি বলেন, সহজেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে মানুষ। ফলে কয়েক সেকেন্ডেই টিকিট পেয়ে যাচ্ছে। এ কারণে টিকিট ছাড়ার কয়েক মিনিটেই শেষ হয়ে যাচ্ছে। যেসব রুটে চাপ বেশি সেসব রুটের ট্রেনের টিকিট শুরুতেই শেষ হয়ে যায়।

ঈদযাত্রার অগ্রিম টিকিটের মধ্যে ৮ এপ্রিল দেওয়া হবে ১৮ এপ্রিলের টিকিট। এরপর ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের টিকিট।