এসএসসি পরীক্ষার হারিয়ে যাওয়া ৫০টি খাতা ১৩ ঘণ্টা পর উদ্ধার!

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

যশোর শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার ইংরেজি ১মপত্র বিষয়ের ৫০টি খাতা হারিয়ে যাওয়ার ১৩ ঘণ্টা পর পাওয়া গেছে। খাতা হারিয়ে দিশাহারা হয়ে পড়েন ইংরেজি বিষয়ের পরীক্ষক স্কুলশিক্ষক এমএম বোরহান উদ্দীন।

বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় স্থানীয় শিক্ষক মহলের মধ্যে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় হারিয়ে যাওয়া সেই খাতার বান্ডিল বুধবার সকাল সাড়ে ৯টায় পাওয়া গেছে নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায়।

এসএসসি পরীক্ষার পরীক্ষক উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এমএম বোরহান উদ্দীন জানান, মূল্যায়নের জন্য আনা এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ের খাতার মধ্য থেকে ৫০টির একটি বান্ডিল তার মোটরসাইকেল থেকে পড়ে যায় নওয়াপাড়া-ধোপাদি সড়কে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া শহরের ধোপাদি সড়কে।

খাতার বান্ডিলটি হারানোর পর ওই শিক্ষক সারারাত পাগলের ন্যায় ছোটাছুটি করে খুঁজতে থাকেন হারিয়ে যাওয়া সেই খাতা। ১৩ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে ৯টার সময় হারিয়ে যাওয়া সেই খাতা পাওয়া যায় নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায়।

বিষয়টি সম্পর্কে এ বছরে নির্বাচিত যশোর জেলাপর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক এসএম ফারুক আহমেদ বলেন, বিষয়টি জেনে আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। খাতা পাওয়ায় সহযোগিতা করেছেন স্থানীয় মিডিয়াকর্মীরা।