কবির জন্য (কবি ফখরুল হুদা হেলাল স্মরণে)

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

তিনি কমলাঙ্কের সহজিয়া কবি।
হিরন্ময় শব্দাবলী ঝরে পড়েছে তার কবিতার ছত্রে ছত্রে।
জীবনী গ্রন্থ লেখার প্রস্তুতি চলছিল তার
আমার কাছে অনুরোধ ছিল কিছু লেখার।
সেই লেখাটি লিখবার আগেই
তার জন্য শোকগাথা লিখতে হবে
এমনটি দুঃস্বপ্নেও কল্পনা করিনি।
আসলে কবির জন্য শোকগাথা নয়
কবি ও কবিতার জন্য
অজর শব্দাবলী লিখতে হয়।

ক’বছর আগে তারই জন্মদিনে
আমরা মেতেছিলাম কবিতার উৎসবে।
কবিরা যেমন হয়
তাকে বোহেমিয়ান বলা যেতে পারে।
সংসারে থেকেও ছন্নছাড়া, সন্যাসী।
চাল,ডাল,তেল লবণের হিসেব
কি করতে হয়েছে তাকে?

এই নগরীর সহজিয়া কবি
ভীড়ের মাঝেও ভীষণ একাকী, পরবাসী।
হৃদয়ে, মননে, মস্তিষ্কে
মূল্যবান রত্নরাজি কবিতার পংক্তি
সাথে নিয়ে টাইপ স্কুল থেকে বেরিয়ে
ধীর পায়ে হেঁটে যান জনাকীর্ণ পথ ধরে-
বাবলু’দা, ফরিদ সিদ্দিকী ভাইকে খুঁজতে
হাঁটতে হাঁটতে তিনি এ্যান্ড্রোমিডা ছায়পথ ধরে
অনন্তের পথে পাড়ি জমালেন।

ডাঃ মল্লিকা বিশ্বাস
২২.০৪.২০২২