কালো তালিকাভূক্ত নয় বরং অগ্রাধিকার পাবে কুবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুবি প্রতিনিধি ।। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্যা ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) কখনো কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেনি এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউসিএতে আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছে ইউসিএ কর্তৃপক্ষ। ইউসিএ মেইলের মাধ্যমে কুবি উপাচার্যকে বিষয়টি নিশ্চিত করেছে বলে মঙ্গলবার (৩১ মে) জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন।

অধ্যাপক আবদুল মঈন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে আমি অনবরত ইউসিএ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। সর্বশেষ গতকাল তারা মেইল করেছে যে, তারা কখনোই আমাদেরকে সাসপেন্ড করে নাই। এখান থেকে বুঝাই যায় যে সংবাদটি ফেইক।’

তিনি আরও বলেন, ‘দেশের যে সংবাদমাধ্যমটি সংবাদ আমাদেরকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করেছে, তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নেব। এতদিন ডকুমেন্টস না থাকায় ব্যবস্থা নিতে পারিনি।’

এর আগে এপ্রিল মাসে ইউসিএ কুবিকে কালো তালিকাভুক্ত করেছে এবং এ বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী নিবে না বলে সংবাদ প্রকাশ করে যুক্তরাজ্যের কমিউনিটি ভিত্তিক একটি আইপি টিভি ও দেশীয় একটি বেসরকারি গণমাধ্যম। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে তোলপাড় সৃষ্টি হয়।