কুবিতে করোনাকালীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিপর্যয় ও প্রতিকার নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নাজমুস সাকিব,কুবি ।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শ্রেণি প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যামে ‘কোভিড ১৯ মহামারী: করোনাকালীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিপর্যয় ও প্রতিকার’ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে ‘কোভিড ১৯ মহামারী: করোনাকালীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিপর্যয় ও প্রতিকার’ বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জোবেদা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখ এবং অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ গোলাম মর্তুজা তালুকদার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা শারীরিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিলেও মানসিক স্বাস্থ্যের প্রতি অনেকটাই উদাসীন। পরিবার থেকে শুরু করে উচ্চপর্যায় পর্যন্ত মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন নই। জাতীয় বাজেটে মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য বরাদ্দ সীমিত, তবে বর্তমান সরকার মানসিক স্বাস্থ্যের প্রতি ক্রমান্বয়ে গুরুত্ব দিচ্ছেন। করোনকালীন সময়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিপর্যের প্রতিকারের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগ থেকে তিনজন করে মোট ৫৭জন  শিক্ষার্থী অংশগ্রহণ করে।