কুবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে ‘মানসিক
স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধ অভিযান’ শীর্ষক কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ভার্চ্যুয়াল ক্লাস রুমে
‘মনের বন্ধু’ প্লাটফর্ম ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের যৌথ
উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘মনের বন্ধ’ু ২০১৬ সাল থেকে মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মশালা, ওয়ান টু
ওয়ান এবং মোবাইল ও ভিডিও কাউন্সিলিংসহ ফেসবুকের মাধ্যমে মানসিক স্বাস্থ্য
সেবা দিয়ে আসছে।

পর্যায়ক্রমে বিশ^বিদ্যালয়ের প্রতিটি বিভাগে একদিন করে মানসিক স্বাস্থ্য
নিয়ে কর্মশালা করানো হবে বলে জানান ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের
পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান।

দেশে আত্নহত্যার প্রবণতা বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্নহত্যা
প্রতিরোধ করতে এই কর্মশালা কার্যকর ভ‚মিকা পালন করবে বলে মন্তব্য করেন
কর্মশালার উদ্বোধক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষণ দেন ‘মনের বন্ধু’ প্লাটফর্মের সহযোগী
সাইকো সোশ্যাল কাউন্সেলর রাজন দাস।