কুবির শেখ হাসিনা হলে প্রাধ্যক্ষ নিয়োগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুবি প্রতিনিধি ।। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নবনির্মিত শেখ হাসিনা হলের প্রথম
প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী
অধ্যাপক মো. সাহেদুর রহমান। মঙ্গলবার (১৯ জুলাই) ডেপুটি রেজিস্ট্রার মো.
আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তি অনুসারে, মো. সাহেদুর রহমান প্রাধ্যক্ষ হিসেবে যোগদানের তারিখ
হতে পরবর্তী দু’বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে ১৮ মাসে শেখ হাসিনা হলের নির্মাণ শেষ করার শর্তে ২০১৭ সালের মার্চে
কাজ শুরু করে আবদুর রাজ্জাক জেবিসিএ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে
৬৪ মাসেও কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়
আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। দেড় বছরের কাজ পাঁচ বছর পরও শেষ না হওয়ায়
কর্তৃপক্ষের তদারকির অভাবকে দুষছিলেন তাঁরা।

আবার হলে নিম্নমানের নিমার্ণসামগ্রী ব্যবহার ও আসবাবপত্রে নি¤œমানের কাঠ
ব্যবহারের অভিযোগ থাকলেও ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি
প্রশাসন। শুধুমাত্র ত্রুটিযুক্ত সামগ্রীগুলো পরিবর্তনের জন্য ঠিকাদারি
প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে বলে সেসময় জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের
তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান।

এ বিষয়ে শহিদুল হাসান বলেন, তারা (ঠিকাদার) কিছু জিনিস পরিবর্তন করেছে।
কিছু এখনো করছে। সবকিছু যাচাই করেই হ্যান্ডওভার কমিটি হল বুঝে নিবে।

নতুন হলে শিক্ষার্থীরা কখন উঠতে পারবে- এমন প্রশ্নে প্রাধ্যক্ষ মো.
সাহেদুর রহমান বলেন, ‘কিছু কাজ বাকি আছে। এগুলো সম্পন্ন করে চলতি মাসের
মধ্যেই হলে শিক্ষার্থী উঠাতে পারবো বলে আশা করছি।’