কুমিল্লায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন

সোহাইবুল ইসলাম সোহাগ।। 
প্রকাশ: ২ সপ্তাহ আগে

কুমিল্লায় সুজন ও ইমরান নামের ব্যক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কিসমত মেইল মার্কেটের ব্যবসায়ীসহ এলাকাবাসী।
শুক্রবার (২৮ মার্চ) সকালে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর কিসমত মেইল মার্কেটের সামনে জড়ো হয়ে সবাই তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ জানায়।
জানা যায়, বিজয়পুর এলাকায় এক দশক ধরে সুজন ও ইমরান বিভিন্ন ব্যবসায়ীদের নিকট হতে চাঁদাবাজি করে আসছে। এমনকি চাঁদা না পেলে দেশীয় অস্ত্র দিয়ে তাদের হামলা করে কুপিয়ে আহত করে। আবার কোন সময় চাঁদা না পেলে অপহরণ করে লালমাই পাহাড়ে লুকিয়ে রেখে মুক্তিপণ দাবি করে। ওই এলাকার প্রায় ঘরে ঘরে গিয়ে মানুষদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। এসব অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী কথা বললে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এলাকায় হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাবার পায়তারা করে। এতে এলাকাবাসী সকলে এক হয়ে সুজন ও ইমরানকে গ্রেফতার করে শান্তির দাবি জানায়।
ইউপি সদস্য রুহি দাস বলেন, সুজন ও ইমরানের ছত্রছায়ায় কেউ নেই। তারা নিজেরাই সন্ত্রাসী করে চাঁদাবাজি করে বেড়ায়। আমি যখন তাদের বিরুদ্ধে কথা বলতে গেছি, তখন তারা দুই সন্ত্রাসী এলাকায় দাঙ্গা লাগার মিথ্যা কথা বলে। আমরা তাদের গ্রেফতার করে শাস্তি চাই।
আরেক ব্যবসায়ী বলেন, ছাত্র-জনতার কাছে আমাদের চাওয়া এ দুই সন্ত্রাসী থেকে আমাদের এলাকাবাসী বাঁচতে চায়। আপনারা এদের বিরুদ্ধেও কথা বলেন ও প্রশাসনের নিকট জোর দাবি জানান।
এলাকার বাসিন্দা আবদুল মালেক বলেন, সুজন ও ইমরান এই এলাকায় পুরো চাঁদাবাজি চক্র নিয়ন্ত্রণ করে। কোন ব্যবসায়ী চাঁদার টাকা না দিলে গালাগালিসহ গায়ে অস্ত্র ঠেকিয়ে হত্যা করার হুমকি দিয়ে টাকা আদায় করে। আমরা এদের বিচার চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আবদুল মালেক, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, বাচ্চু মিয়া, কাশেম, মমিন, সাইম কবির, নিকুঞ্জ পাল, পরিমল পাল, মনরঞ্জন পাল, রবিন্দ্র পাল প্রমুখ।