কুমিল্লায় জাতীয় হাফেজ সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির উদ্যোগে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দীন মোহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ড সিলভার হোমস লিমিটেড এর পরিচালক আলহাজ্ব অধ্যাপক ফারুক আহম্মেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় হাফেজ কল্যাণ সমিতির মহাসচিব হাফেজ ক্বারী হুমায়ুন কবীর পাহাড়পুরী।
এ সময় সম্মেলনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা ইয়াছিন নূরী। সভাপতির বক্তব্যে মাও. ইয়াছিন নূরী বলেছেন, রান্নাঘর থেকে কুরআনের ঘর পর্যন্ত সব চলবে কুরআনের আইনে। আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। সংগ্রাম করে এই বাংলার জমিনে আল্লাহ’র কুরআনের আইনের শাসন চালু করতে হবে। প্রশাসনকে বলতে চাই, আপনারা কুরআনকে গবেষণা করেন না কেন। আগামীর বাংলাদেশ কুরআনের সংবিধানে চলবে। আজ নয় কাল আমাদেরকে কুরআনের সত্যের পথে ফিরে আসতে হবে৷ সবাই আওয়াজ তুলুন আর কুরআনের সংবিধান গড়ে তুলুন। কুরআন হচ্ছে একটি জ্বলন্ত মুজেজা৷ আমাদেরকে আমেরিকা, চীনে যাওয়া লাগবে না, শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে, কুরআনই যথেষ্ট৷
এর আগে বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির পক্ষ থেকে বৃহত্তর কুমিল্লার ১৬০০ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এসময়, দুইজন শ্রেষ্ঠ হাফেজকে পুরষ্কার প্রদান করা হয়।
এ সময় হাফেজ মাওলানা আবুল বাসারের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, খেলাফতে মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা জেলা ক্বওমি মাদ্রাসা সদর দক্ষিণ শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জামিল আহমদ আশরাফী, জমিয়তে ওলামায়ে ইসলাম কুমিল্লা মহানগরীর আহবায়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, তাহজিবুল উম্মাহ কুমিল্লা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, হাফেজ মাওলানা নুরুল হক সিরাজী, মাওলানা নাসির উদ্দিন খন্দকার, মাও. মহসিন উদ্দিন, মাও. খলিল হাজারী প্রমুখ৷ এ সময় বৃহত্তর কুমিল্লার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।