কুমিল্লায় মাদকের গডফাদার মানিক মিয়ার বাড়ি থেকে ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

জাহিদ হাসান নাইম।।
কুমিল্লায় মাদকের গডফাদার খ্যাত মানিক মিয়ার বাড়িতে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লক্ষ ৯ হাজার ১৫০ টাকা উদ্ধার করেছে মাদক দ্রব্য অধিদপ্তর, কুমিল্লা। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মানিক মিয়ার বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার  ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ এর সমন্বয়ে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা। এসময়, নাগেশ্বর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মাদকের শীর্ষ গড ফাদার খ্যাত পলাতক মোঃ মানিকের বাড়ি থেকে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লক্ষ ৯ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমসহ ডিএনসি-র অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, পলাতক আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।