এবি পার্টি’র (আমাদের বাংলাদেশ পার্টি) কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদেরকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হয় নি।
ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বে ছিলো ছাত্ররা। আর তাদের সহযোগীতায় সব রাজনৈতিক দলের পাশাপাশি জনতারা একত্রিত হয়ে কাজ করেছিলো। বিজয় অর্জন সহজ, কিন্তু বিজয়কে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়া কঠিন। এখন আমাদের বড় দায়িত্ব সামনের দিকের চ্যালেঞ্জ সঠিকভাবে পরিচালনা করা। এখন, ছাত্র ও রাজনৈতিকদলগুলোর মধ্যে কার অবদান বেশী এটা নিয়ে টানাপোড়ন সৃষ্টি হয়েছে৷ আমরা বলতে চাই, সব টানাপোড়ন বাদ দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। রবিবার (১৩ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব বলেছেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমরা অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক দল গঠন করেছি। আমরা রাষ্ট্রের সমস্যাগুলোর এসময় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য লে. কর্নেল (অব.) দিদারুল আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার জোবায়ের আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে, মতবিনিময় সভাশেষে কুমিল্লা জেলা ও মহানগরের আহবায়ক কমিটি গঠন করে নাম ঘোষণা করা হয়। কুমিল্লা জেলায় মিয়া মোঃ তৌফিককে আহবায়ক, আবদুল কাইয়ুম কে সদস্য সচিব, আবু সালেহ মোঃ মাসুদ কে সাংগঠনিক সম্পাদক করা হয়৷ এছাড়াও, কুমিল্লা মহানগরে মোঃ গোলাম সামদানীকে আহবায়ক, ওমর ফারুক সোহাগকে যুগ্ম আহবায়ক, আবু সাইদকে সদস্য সচিব, ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।