কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা)প্রতিনিধি।।
প্রকাশ: ৩ মাস আগে

বাড়ির পাশের পুকুরে ডুবে কুমিল্লার চৌদ্দগ্রামে তিন বছর বয়সী মাহাদী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মাহাদী উপজেলার শুভপুর ইউনিয়ন ফকিরহাট গ্রামের ডুবাই প্রবাসী মনির হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক রুহুল আমিন ।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শিমুল বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।এলাকাবাসীর বরাদ দিয়ে উপপরিদর্শক রুহুল আমিন বলেন,পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে শিশু মাহাদীর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।