ঢাকা-চট্টগ্রাম রেল ওয়ের চলমান কাজের ঠিকাদারের নিকট চাঁদা দাবি ও ঠিকাদারের প্রতিনিধি আকরামকে আটক করে মারধরের অভিযোগ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মৌকরা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাবেক সভাপতি মোড্ডা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আবদুর রহিম বুধবার রাতে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।
অপরদিকে চাঁদাদাবির কথোপকথনের একটি ভিডিওটি ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হওয়ার পেছনে গোমকোট বাজারের ফার্নিচার ব্যবসায়ী জসিমের হাত রয়েছে বলে ধারণা করে আব্দুর রহিম বুধবার রাত ৮টার দিকে জসিমের ফার্নিচার দোকানে গিয়ে হামলা ভাংচুর চালান।
এ ঘটনায় মারধরের শিকার জসিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে যুবদল নেতা আব্দুর রহিমকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারি মৌকরা ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। ওই অনুষ্ঠানের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ব্যবসায়ী, ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন যুবদল নেতা আব্দুর রহিম।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক বলেন, জসিম নামে একজনের লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, আব্দুর রহিমের ভাইরাল হওয়া ভিডিওটি যুবদলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। বুধবার রাতে রহিমকে যুবদলের সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়াকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।