কুমিল্লার বাজারে কদর বাড়ছে মিষ্টি কুমড়ার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

আবু সুফিয়ান রাসেল॥

কুমিল্লার বাজারে মিষ্টি কুমড়ার চাহিদা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকায় চাহিদা বাড়লেও গত তিন সপ্তাহ একই দামে বিক্রি করছেন এ সবজি। ভোক্তা অধিদপ্তর জানিয়েছেন সবজির দাম নিয়ে কোন অভিযোগ নেই।

শুক্রবার পদুয়ার বাজার দেখা যায় তিন চারটি দোকানে মিষ্টি কুমড়া রয়েছে। একই দিনে টমছমব্রিজ কাঁচাবাজার ঘুরে দেখা যায় ডজন খানিক দোকানের মধ্যে শুধু হাসান মিয়ার দোকানে মিষ্টি কুমড়া আছে। ছোট আকৃতির এসব মিষ্টি কুমড়া প্রতিটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শনিবার নিউ মার্কেট কাঁচাবাজারে দেখা যায় মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই চিত্র সুপার সপ বিগ বাজার, স্বপ্ন, রোসা সুপার মার্কেটে।

রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী কবির হোসেন বলেন, গত চার-পাঁচ দিন মিষ্টি কুমড়ার চাহিদা বেড়েছে। তবে তিন সপ্তাহ একই দামে কুমড়া বিক্রি হচ্ছে। রাজগঞ্জে সবজি বিক্রেতা মো. আবু তাহের বলেন, ইদানিং মিষ্টি কুমড়ার চাহিদা বেড়েছে, দাম বাড়েনি। একই চিত্র কুমিল্লা নগরীর চকবাজার ও বাদশা মিয়া বাজারে।

ভিক্টোরিয়া সরকারি কলেজ উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোহাম্মদ শামছিল আরেফিন ভূঁইয়া বলেন, মিষ্টিকুমড়াতে প্রচুর ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন আছে। এছাড়াও শর্করা, প্রোটিন, খনিজ পুষ্টি বিদ্যমান। প্রতি সপ্তাহে খাবার রুটিনে মিষ্টি কুমড়া থাকা দরকার।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, কাঁচাবাজারের সবজি নিয়ে চলতি বছরে কোন লিখিত অভিযোগ পাইনি। ব্যবসায়ী মহলে আমাদের বার্তা হলো কাঁচামাল ক্রয়ের সময় অবশ্যই রশিদ সংগ্রহে রাখতে হবে। তা অতিরিক্ত দামে বিক্রি করা যাবে না।