কুমিল্লার বাজারে বেড়েছে শীতের পোশাক বিক্রি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লা নগরীসহ জেলার ১৭টি উপজেলার সর্বত্র বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। সেই সাথে বাড়ছে শীতের পোশাকের চাহিদাও। কুমিল্লা নগরীর অভিজাত ব্পিনী বিতান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত প্রতিটি দোকানেই বেড়েছে শীতের পোশাক বিক্রি।
ভোর রাত থেকেই শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে বেশ কয়েক দিন আগে থেকেই। দিনের বেলা যেমন তেমন, কিন্তু রাত হলেই বাড়তে থাকে শীতের প্রকোপ। পৌষের ঠান্ডাকে টেক্কা দিতে শুরু হয়ে গেছে মানুষের গরম কাপড় সংগ্রহের প্রস্তুতি।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে সরেজমিনে কুমিল্লা নগরীর,কান্দিরপাড়, নিউমার্কেট,মসজিদ মার্কেট,টাউন হল গেট,রামঘাটলা, রাজগঞ্জ,রানীবাজার, ক্যান্টনমেন্ট,চকবাজার, পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় ঘুরে দেখা যায়, রাস্তার দু’পাশে স্থায়ী ও অস্থায়ী দোকানে শীতের নানা ধরনের গরম পোষাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
এছাড়া রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ভ্যানে পুরোনো গরম কাপড় বিক্রির ধুম পড়েছে। এখানেও ক্রেতার ভিড় চোখে পড়ার মতো। সন্ধ্যার পর থেকেই দোকানগুলোতে পা ফেলার জায়গা থাকে না। পুরোনো সোয়েটার, জাম্পার, জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, মৌজা, মাফলার পাওয়া যায় খুব অল্প দামের মধ্যে।
নগরীর অভিজাত বিপনী বিতান গুলোতেও গরম কাপড় কিনার জন্য ক্রেতাদের ভিড় লক্ষনীয় । বিক্রেতারা বলছেন,বিগত বছরের তুলনায় এবার শীত কিছুটা কম থাকলেও গত কয়েক দিন থেকে শহরে শীতের প্রভাব কিছুটা বেড়ে যাওয়ায় গরম কাপড়ের বিক্রিও বেড়ে গেছে। বিভিন্ন বয়সের মানুষ এসব পোষাক কিনছেন। তবে দামে কিছুটা কম হওয়ায় অস্থায়ী বা ফুটপাতের দোকানগুলোতেই ভিড় একটু বেশি।
বিশেষ করে জ্যাকেট, সোয়েটার, টুপি, মোজা বিক্রির ধুম পড়েছে। তবে কম দামে গরম পোশাক কিনতে ফুটপাতের ভাসমান দোকানগুলোতে স্বল্পআয়ের মানুষের ভিড় জমেছে। এছাড়া গেঞ্জি ও ট্রাউজারের কাপড় দিয়ে তৈরি হুডি, ফুলহাতা টি-শার্ট,ডেনিম শার্ট, মিক্স স্টাইলের সোয়েটার আর ব্লাজার কিনার চাহিদাও বাড়ছে সর্বত্র।
ব্লাজার ছাড়া ১০০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে এসব শীতের পোশাক। যার মধ্যে রয়েছে শিশুদের জিন্সের ফ্রক, স্কার্ট, উলের পোশাক, বেবি কিপার, রেকসিনের জ্যাকেট, ওভারকোট, কার্ডিগান, মাফলার ও নতুন ডিজাইনের কানটুপি।
নগরীর নিউমার্কেট এলাকার কাপড় বিক্রেতা মাইনুল হক , গ্রামাঞ্চলে অনেক আগেই শীত জেঁকে বসেছে। তবে শহরে তেমন শীত অনুভূত হচ্ছিল না। গত কয়েকদিন ধরে কুমিল্লা শহরে ধীরে ধীরে শীত বাড়ছে। এ কারণে শীতের কাপড়ের চাহিদাও বেড়েছে।
নগরীর কান্দিরপাড় এলাকার বিক্রেতা জসিম মিয়া বলেন, শীতের কাপড় কেনার জন্য স্বল্পআয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা ভিড় করছেন। ক্রেতাদের চাহিদা বেড়ে যাওয়ায় বেচাকেনাও বেশি হচ্ছে। তবে আমাদের এখানে বেশিরভাগ ক্রেতা হচ্ছেন মধ্যবিত্তরা। কারণ তাদের বাজেট অনুযায়ী এখানে বেচাকেনা হয়ে থাকে।’