কুমিল্লা ম্যাজিক প্যারাডাইছে সকাল থেকে দেখা গেছে দর্শনার্থীদের দীর্ঘ লাইন। শিশুরা প্রাণ খুলে উপভোগ করছে রোমাঞ্চকর রাইড। অভিভাবকরাও আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সন্তানদের সঙ্গে।
ঈদের পঞ্চম দিনে কুমিল্লা নগর শিশু উদ্যানে মানুষের ভিড় ছিল উপচেপড়া। সকাল থেকেই পার্কে প্রবেশের জন্য মানুষের ঢল নামে আর দুপুর পর্যন্ত ভিড় ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ঈদ উপলক্ষে এখানে এক বিশাল জমকালো পরিবেশ তৈরি হয়েছে। এখানে অনেকে এসেছে পরিবার,বন্ধু বা আত্মীয়স্বজনদের নিয়ে একত্রে ঈদের আনন্দ উপভোগ করতে।
এসব বিনোদন কেন্দ্রে আনন্দে মেতেছেন জুটিবেঁধে আসা তরুণ-তরুণীরা। এছাড়া প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর স্মৃতির মুহূর্তগুলো মোবাইল ফোনে ধরে রাখতে ব্যস্ত দর্শনার্থীরা।
কুমিল্লা ঝাউতলার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস বলেন, ঈদের সময় শিশুদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার বেশ ভালো জায়গা। তাই পরিবারসহ এখানে এসেছি।
ঢাকা থেকে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে পরিবার নিয়ে ঘুরতে আসা ফাইজা বলেন, ঈদের সময় বাবাকে বলেছি দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে। তাই বাবা এখানে নিয়ে এসেছে। অনেক ভালো লাগছে। এনজয় করছি অনেক।
পুরান ঢাকা থেকে বন্ধুদের নিয়ে শালবন বিহারে ঘুরতে আসা ইমদাদুল হক মিলন বলেন, ঢাকার কোলাহল ছেড়ে একটু নিকটস্থ কোথাও যেতে চাইছিলাম। ভাবলাম, কুমিল্লাই বেষ্ট হবে। বৌদ্ধ বিহার ঘুরে এখন শালবন বিহারে এলাম। ভালো লাগছে অনেক। এখান থেকে জানার ও শিখার আছে অনেক কিছু।
ম্যাজিক প্যারাডাইসের চেয়ারম্যান মাহাবুবুল আলম বলেন, এখন প্রায় ১৮টি রাইড রয়েছে সবার জন্য। কিডস জোনে রয়েছে ৩২টি রাইড। এছাড়া ওয়াটার ওয়ার্ল্ড। ডাইনোসর জোনসহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন রয়েছে বিনোদন কেন্দ্রে। ঈদে উপলক্ষে ফ্লাশ মুভ ড্যান্সসহ বিভিন্ন আয়োজন রয়েছে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী ঘুরতে আসছেন।
নিরাপত্তার বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন বলেন, ঈদ ছুটিতে বিনোদন কেন্দ্রকে ঘিরে কুমিল্লায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।