কুমিল্লায় একমাস পর করোনা পজেটিভ পাঁচজন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

সুফিয়ান রাসেল ।। কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় পাঁচজন করোনা শনাক্ত হয়েছে। যা গত এক মাসের মধ্যে সর্বাধিক। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে মাস্ক ব্যবহার ও সচেতনতার বিকল্প নেই। অনেকে তৃতীয় ডোজ টিকা গ্রহণের বিষয়ে উদাসীন।

সূত্রমতে, ২০ সেপ্টেম্বরের রিপোর্টে দেখা যায় গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় মোট পাঁচজন করোনা সনাক্ত হয়েছেন। মোট ২৫ জনের করোনা পরীক্ষা করে পাঁচজনের করোনা পজেটিভ জানা যায়। যার মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় একজন,দাউদকান্দি তিন জন,বরুড়া একজন রয়েছে।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, সর্বশেষ গত ১০ আগস্ট পাঁচজন, ১১ আগস্ট চারজন করোনা সনাক্ত হয়েছে। আজ (২০ সেপ্টেম্বর) আবার পাঁচজনের করোনা পজেটিভ বলে জানতে পেরেছি। মাস্ক ব্যবহার ও সচেতনতার বিকল্প নেই। অনেকে তৃতীয় ডোজ টিকা গ্রহণ করেননি। সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলতে হবে।

প্রসঙ্গত, জেলায় এখন পর্যন্ত ৪৩হাজার ৬৯৩জনের করোনা শনাক্ত হয়েছে। মোট সুস্থ হয়েছেন ৪২হাজার ৬৯৭জন হয়েছে। করোনায় মারা গেছেন ৯৮৫ জন।