কুমিল্লায় ছাত্রকে পিটিয়ে হাত ভেঙ্গে দিলেন স্কুল শিক্ষক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বেতের আঘাতে ছাত্রের হাত ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে৷ এ বিষয়ে আহত স্কুল ছাত্রের পিতা মনির হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে৷ থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মোঃ রিফাত (১৪) শিক্ষকের কাছে না বলে ওয়াশরুমে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক মোঃ জহিরুল ইসলাম বাশের কঞ্চি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে৷ এক পর্যায়ে রিফাত মাটিতে পড়ে যায়। তখন তার হাতের উপর জোরে আঘাত করতে থাকে৷ বেতের আঘাতে রিফাতের বাম হাতের হাড়ে ফাটল ধরেছে৷ এবিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। স্কুলের পরিচালনা পর্ষদের সদস্যরা এবং এলাকার লোকজন বিষয়টি সমাধানের চেষ্টা করছেন৷