কুমিল্লায় নির্বাচন শেষে চলছে পোষ্টার অপসারণের কাজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। এখন চলছে প্রার্থীদের পোস্টার ও ব্যানার অপসারণের কাজ। এ জন্য কুসিকের পরিচ্ছন্নতা বিভাগের ২৭০ জন কর্মীকে রাস্তায় নামানো হয়েছে। ২৭টি ওয়ার্ডে এ কার্যক্রম শেষ করতে শনিবারের মধ্যে সময় বেঁধে দেয়া হলেও আরও ২-১ দিন সময় লাগতে পারে বলে কুসিক সূত্রে জানা গেছে। শুক্রবার বিকেলে এসব তথ্য জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম।
কুসিক সূত্রে জানা যায়, এবারের সিটি নির্বাচনের সময় ২৭টি ওয়ার্ডেই মেয়র, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীরা পোষ্টার ও ব্যানার ঝুলিয়েছেন। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর অনেক স্থানে ঝুলে থাকা পোস্টার বৃষ্টিতে ভিজে রাস্তায় পড়ে থাকায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই এগুলি জরুরি ভিত্তিতে অপসারণ করতে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে ১০ জন করে কর্মী বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করেছেন, শনিবারের মধ্যে সকল পোষ্টার ব্যানার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।’
এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ১০৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী ভোটের মাঠে ছিলেন। ঘোষিত প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার ২৯ হাজার ৯৯ ভোট, হরিণ প্রতীকের কামরুল আহসান বাবুল ২ হাজার ৩২৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের রাশেদুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৪০ ভোট।