কুমিল্লায় পরিবারের সামনেই চিৎকার করতে করতে পুড়ে মারা গেলো নারী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

পুরো পরিবারের চোখের সামনেই চিৎকার করতে করতে আগুনে পুড়ে মারা গেলেন ফাতেমা আক্তার নামের এক নারী। কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ প্রেমধন মজুমদার এ কথা নিশ্চিত করেছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর বাসষ্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে ইঞ্জিনে আগুন লেগে যায়। এসময় মাইক্রোবাসের অন্যসব যাত্রী ও চালক বের হতে পারলেও ফাতেমা বেগম (২৭) নামের একজন নারী আটকে পড়েন। পরে মাইক্রোবাসেই চিৎকার করতে করতে পুড়ে মারা যান তিনি। শনিবার (৬ আগস্ট) সকাল ১১টায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছ, মাইক্রোবাসটি ঢাকার টঙ্গী থেকে ৯জন যাত্রী নিয়ে নোয়াখালীতে যাচ্ছিল। সেখানে নিহত ফাতেমার ভাইয়ের নতুন শ্বশুর বাড়ি। কয়েকদিন আগেই তার ভাইয়ের বিয়ে হয়। ভাইয়ের সাথে পরিবার নিয়ে যাচ্ছিলেন নোয়াখালী। কুটুম্বপুর আসলে গাড়ির চাকা ফেটে যায়। এসময় রাস্তায় উলটে পড়ে গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়দের সাহায্যে গাড়ির চালকসহ আটজন যাত্রী বের হতে পারলেও ফাতেমা বের হতে পারেননি। পরে জলন্ত গাড়িতে পরিবারের সামনেই পুড়ে মারা যায় ফাতেমা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ওই গাড়িতে ফাতেমার নব বিবাহিত ভাইসহ পরিবারের ৮ সদস্য ছিল।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, মাইক্রোবাসটি আমাদের কাছেই আছে। নিহতের লাশ পরিবার নিয়ে গেছে। নিহত ফাতেমা বেগমের বাড়ি ফরিদপুর জেলায়। তারা গাজীপুরের টঙ্গী এলাকায় ভাড়া থাকেন। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।