কুমিল্লায় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষন : অতপর ধরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন এবং পরবর্তীতে গোপনে ভিডিও ধারন করে সোস্যাল মিডিয়ায় প্রচারের হুমকি দিয়ে অর্থ আদায়ের মাধ্যমে হয়রানির অভিযোগে জাহেদ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব কুমিল্লা। গত ২৪ সেপ্টম্বর শনিবার নগরীর টমছমব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবককে রবিবার (২৫ সেপ্টেম্বর)
কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত জাহেদ ফেনী জেলার ছাগলনাইয়া থানার বাঁশপাড়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে।

র‌্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা নিশ্চিত করেছেন।

র‌্যাব অধিনায়ক জানান, জাহেদ (৩৫) নামের একজন তরুণ বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণিকে(২৬) একাধিকবার ধর্ষন করে। এ বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত কুমিল্লার বিভিন্ন হোটেলে নিয়ে তাকে ধর্ষন করে ভিডিও ধারণ করে। সে ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রচারের হুমকি দিয়ে অর্থ আদায়ের মাধ্যমে হয়রানি করে।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানায়, ঘটনার সত্যতা স্বীকার করেছে।