কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা, দুইজনের ফাঁসী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনের বিরুদ্ধে ফাঁসীর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। ফাঁসীর দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের বাচ্চু মিয়া ও আমির হামজা। বিষয়টি নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী নারী ও শিশু আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রদীপ কুমার দত্ত।
তিনি জানান, ২০১৮ সালের ৫ মার্চ নিহত শিশুর বড় বোনকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে আসামিরা। এসময় বড় বোনকে না পেয়ে ছোট বোনকে ধর্ষণ করে তারা। বিষয়টি বাবাকে জানিয়ে দিবে বলায় শিশুটিকে কুপিয়ে হত্যা করে আসামিরা। মরদেহের ময়নাতদন্তে ১৩টি আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ আইনজীবী জানান, ঘটনার দিন নিহত শিশুর বাবা পাশের জমিতে ওষুধ ছিটানোর কাজে ব্যস্ত ছিলেন। মা ছিলেন মৌলভীবাজার জেলার এক আত্মীয়ের বাড়িতে। সে সুযোগটি কাজে লাগায় আসামিরা। হত্যাকান্ডে দা ও বটি ব্যবহার করেন অভিযুক্তরা।
কোর্ট পরিদর্শক মজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।