আটককৃতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার নবাব বাড়ি এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ শাফায়েত আলী সৌরভ (৩৫) একই এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ সৈকত (৩০), ও নগরীর রেইসকোর্স এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ তানজিদ হাসান (৩৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী সেনাবাহিনীর ২৩ বীর এর অধীনে আদর্শ সদর আর্মি ক্যাম্প এর একটি দল কুমিল্লা মহানগরীর সকল বাসস্ট্যান্ডে অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে।
আটককৃত অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।