কুমিল্লা জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে তিন  চাঁদাবাজকে গ্রেফতার করে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে বিভিন্ন যানবাহন থেকে অবৈধ টোল, চাঁদা আদায়কালে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে টোল আদায়ের ৭ হাজার ৭০০ টাকা, ৫টি মোবাইল ফোন, অবৈধ টোল আদায়ের রশিদ বই, ১টি সীল ও প্যাড এবং ১টি রেজিস্টার জব্দ করা হয়। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার নবাব বাড়ি এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ শাফায়েত আলী সৌরভ (৩৫) একই এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ সৈকত (৩০), ও নগরীর রেইসকোর্স এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ তানজিদ হাসান (৩৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী সেনাবাহিনীর ২৩ বীর এর অধীনে আদর্শ সদর আর্মি ক্যাম্প এর একটি দল কুমিল্লা মহানগরীর সকল বাসস্ট্যান্ডে অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে।

অভিযানে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সেনাবাহিনীর টহল দল জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে অবৈধভাবে বিভিন্ন গাড়ী ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করে।

আটককৃত অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।