কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ৮ অনুযায়ী এই কমিটি অনুমোদিত হয়।

এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার। যিনি পদাধিকারবলে এই দায়িত্বে রয়েছেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ক্রীড়া অনুরাগী ব্যক্তি কাজী গোলাম কিবরিয়া, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ আহসান উল্লাহ স্বপন, সাবেক ফুটবলার জনাব আরিফ খান, ছাত্র প্রতিনিধি মাহির তাজওয়ার ওহি এবং ক্রীড়া সাংবাদিক খালেদ সাইফুল্লাহ। এছাড়া জেলা ক্রীড়া কর্মকর্তা পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ২৯ জানুয়ারির মধ্যে এ্যাডহক কমিটির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলার নতুন এই কমিটির মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন উদ্যম সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছে।