কুমিল্লা নগরীর মার্কেটের গোডাউনে ৭ লাখ টাকার ফেন্সিডিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লা নগরীর চকবাজার সিটি সুপার মার্কেটের নীচতলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ সুমন মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া। বর্তমানে সে কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুরে বসবাস করে। আজ রোববার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

ওসি রাজেশ জানান, গোপন সংবাদের ওই অভিযানে ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ২০ হাজাট টাকা।

গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, বকশী সুইটস এন্ড ফল ভান্ডার নামে চকবাজার এলাকায় একটি ফলের দোকান আছে। ফলগুলো রাখার জন্য ওই গোডাউনটি আসামী সুমন জহিরুল আলম এর কাছ থেকে ভাড়ায় গ্রহন করে।

তাছাড়া গ্রেফতারকৃত আসামী সুমন জানায়, পলাতক আসামী মোঃ হাসান(৩৮) এর সার্বিক সহযোগীতায় উদ্ধারকৃত ফেন্সিডিল তারা সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের গোডাউনে মজুদ করে রাখে।

এ ঘটনায় সুমন ও নগরীর শুভপুর এলাকার মোঃ হাসানের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।