কুমিল্লা মডেল কলেজে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধান অতিথি : এনএন জিয়াউল আলম সভাপতি :আবুল কালাম আজাদ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ কুমিল্লা মডেল কলেজে শিক্ষার মান উন্নয়নের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ  শনিবার বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএন জিয়াউল আলম পিএএ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

কুমিল্লা মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন মডেল কলেজের উপদেষ্টা চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বকশী,দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন সুলতানা শিরিন, কুমিল্লা মডেল কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেজর নাছিরুল ইসলাম মীর, বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভার লক্ষ্য ছিলো নবিয়াবাদ কুমিল্লা মডেল কলেজকে আদর্শবান ও মেধাবী সৃজনশীর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষামন্ডলী দ্বারা এসএসসির তুলনায় এইচএসসিতে জিপিএ বৃদ্ধি করা, শতভাগ সাফল্য নিশ্চিতকরণ, মেধাবীদের জিপিএ ৫ নিশ্চিত করণ, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা যথাযথ অনুশীলন, নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন দেশ প্রেমিক নাগরিক তৈরী করা, ক্রীড়া ও সংস্ক্রতি চর্চার মাধ্যমে সৃজনশীলতা অর্জন করা।