কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসে ও জিপিএ-৫ এগিয়ে মেয়েরা

এইচএসসি পরীক্ষার ফলাফল........ #বোর্ডে পাশের হার শতকরা ৯০.৭২ শতাংশ # জিপিএ ৫ প্রাপ্তি -১৪,৯৯১ জন
শাহাজাদা এমরান ।।
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাশের হার শতকরা ৯০.৭২ শতাংশ। গত বছর থেকে পাশের হার ৬.৭৭ ভাগ কম হলেও এবার কুমিল্লা শিক্ষা বোর্ড পাশের হারের দিক থেকে দেশ সেরা হয়েছে। গেল বছর কুমিল্লা বোর্ডের শতকরা পাশের হার ছিল ৯৭.৪৯ শতাংশ। এবার এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪,৯৯১ জন। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর কুমিল্লা বোর্ডের অধীন ৬ জেলা থেকে মোট ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৭৭ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এবার এ বোর্ড থেকে শতভাগ পাশ করেছে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান।
এদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসেও জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষা দিয়েছে ৮৫ হাজার ৮৮০ জন। এর মধ্যে ছেলে পরীক্ষা দিয়েছে ৩৭ হাজার ৪১৭ জন, পাস করেছে ৩৩ হাজার ৬১৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৬৮৪ জন। ছেলে পাশের হার ৮৯.৮৪ ভাগ আর জিপিএ ৫ প্রাপ্তির হার ১৫.১৯১ ভাগ। অপর দিকে, মেয়েরা মোট পরীক্ষা দিয়েছে ৪৮/ হাজার ৪৬৩ জন । পাশ করেছে ৪৪ হাজার ২৯১ জন। জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৩০৭ জন। মেয়েদের পাশের হার শতকরা ৯১.৩৯ ভাগ আর জিপিএ ৫ এর শতকরা ভাগ হলো ১৯.২০৪ ভাগ।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করার কারণ জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আসাদুজ্জামান বলেন, কুমিল্লা বোর্ডে শুধু এবারই না আপনি যদি গত কয়েক বছরের ফলাফল পর্যালোচনা করেন তাহলে দেখবেন ছেলেদের চেয়ে এ বোর্ডে মেয়েরা বরাবরই এগিয়ে রয়েছে। এজন্য এক দিকে যেমন সরকারের বিভিন্ন ইতিবাচক কর্মসুচী রয়েছে অপর দিকে, মেয়েরা পড়াশুনাও আগের তুলনায় ভালো করছে।