কুমিল্লা সদরে শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা আদর্শ সদরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে করোনা প্রতিরোধ,বাল্যবিবাহরোধ,অসাম্প্রদায়িক মনোভাব সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। জাপানী উন্নয়ন সংস্থা জাইকার অর্থয়নে এ প্রশিক্ষন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আমড়াতলী ইউনিয়নের মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লার সিভিল সার্জন ডা.মীর মোবারক হোসাইন।

সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হবে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসন্নেয়ারা বেগম বকুল, ৪ নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামসাদ রব্বানী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান, ্জাইকার কর্মকর্তা মো. রেজোয়ান। এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খুলে দেওয়া হলেও সম্পূর্ণ কোভিড ঝুঁকিমুক্ত নয় । এছাড়া করোনাকালে আশংকাজনক হারে বাল্যবিবাহ বেড়েছে। জঙ্গিবাদরোধে শিক্ষার্থীদের মাঝে আসাম্প্রায়িক মূল্যবোধ সৃষ্টি খুবেই জরুরী। এসব দিক বিবেচনায় এনে জাপানী উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে কুমিল্লা সদরের প্রত্যেক ইউনিয়নে এ কর্মসূচি হাতে নিয়েছে আদর্শ সদর উপজেলা পরিষদ মাসব্যাপী এ কর্মসূচি চলবে বলে জানা গেছে।