কুমিল্লা সীমান্তে ১ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

 

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে এক দিনে ১ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিজিবির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করে।

বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযানের মাধ্যমে মোট ১ কোটি ১ লক্ষ ৮ হাজার ১ শত ৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, “বিজিবি সর্বদা সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকার চোরাচালান ও মাদক প্রবাহ বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।