কুসিক নির্বাচন : একজন মেয়রসহ ১৩ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

স্টাফ রিপোর্টার ।। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার ১৩ জন কাউন্সিলর প্রার্থী ব্যক্তিগত কারন দেখিয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নাবী চৌধুরী।
যারা প্রত্যাহার করলেন তাদের মধ্যে ২ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী বৃষ্টি আক্তার, সংরক্ষিত ওয়ার্ড ৪ এর সংরক্ষিত প্রার্থী নাসরীন সুলতানা, ৩ নং ওয়ার্ডের প্রার্থী মোঃ শাহজাহান, ৪ নং ওয়ার্ডের মোঃ মোসলেহ উদ্দিন, ৭ নং ওয়ার্ডের মোঃ ফরহাদ হোসেন, ২১ নং ওয়ার্ডের মোঃ মাহবুবুর রশিদ ( মাহবুব) ২২ নং ওয়ার্ডের বিজয় রতন দেবনাথ, ২৪ নং ওয়ার্ডের মোঃ আব্দুল মতিন খান, ২৬ নং ওয়ার্ডের মোঃ জহিরুল ইসলাম, একই ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর হোসেন ও গোলাম সারোয়ার কাউসার ২৭ নং ওয়ার্ডের মোহাম্মদ ওসমান গণি।
এদিকে দুপুরে নিজের কার্যালয়ে মেয়র পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করলেন মাসুদ পারভেজ খান ইমরান।
প্রত্যাহার শেষে কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন ৫ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত কাউন্সিলর ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন মিলিয়ে মোট ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।