কুসিক নির্বাচন – কুমিল্লায় মেয়র প্রার্থী সাক্কুর মাইকম্যানকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

স্টাফ রিপোর্টার ।। বুধবার দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর নির্বাচনী প্রচার করা মাইকম্যানকে মারধর করার অভিযোগ উঠেছে। নগরীর ১০ নং ওয়ার্ডের ঝাউতলাস্থ এবি ফুড দোকানের সামনে এ ঘটনা ঘটে।মনিরুল হক সাক্কুর পিএস মজুমদার কবির এ কথা নিশ্চিত করেছেন।
জানা যায়, নগরীর ১০ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর টেবিল ঘড়ি প্রতীকের প্রচার করতে গেলে মাইক ম্যানকে প্রিতম সহ আরও কয়েকজন মারধর করে। ওই ওয়াার্ডে যেন আর মাইকিং না করা হয় এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাক্কু জানান, রির্টানিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর ও দরখাস্ত দিয়েছি।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, অভিযোগ পত্রটি বিকেলে পেয়েছি। অভিযোগপত্রটি পুলিশকে দিবো, করণীয় সম্পর্কে তাদের সাথে কথা বলবো।