কৃষকের ধান কেটে দিলেন নোবিপ্রবি ছাত্রলীগ

নোয়াখালী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

জাহিদুল ইসলাম ফারুক ,নোবিপ্রবি ।।
কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে নোয়াখালীতে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে, গত ২৪ এপ্রিল ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ  ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে  বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নোবিপ্রবি শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী নাঈম রহমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা নোয়াখালী জেলার সদর উপজেলার নোয়াখালী  ইউনিয়নের মো. হাকিম মিয়া নামের এক কৃষকের ফসলি জমির ধান কেটে ঘরে তুলে দেন।
কৃষক মো. হাকিম মিয়া  কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ধান কাটা শ্রমিকদের মজুরি অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই বেশি। এ ছাড়াও ঝড়বৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এ সময় নোবিপ্রবি ছাত্রলীগ নেতা নাঈম রহমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা জমির ধানগুলো কেটে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি। মাননীয় প্রধানমন্ত্রীসহ ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জানাই।
নোবিপ্রবি ছাত্রলীগ নেতা নাঈম রহমান বলেন, “কৃষক বাঁচলে বাঁচবে দেশ“  এই প্রতিপাদ্য মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক ইনান ভায়ের কথামত আজ সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মীকে নিয়ে  হাকিম ভাইয়ের কৃষি জমিতে যাই। ধান কেটে বাড়িতে পৌছে দেই। এতে হাকিম ভাই খুব খুশি হয়ে ছাত্রলীগের প্রশংসা করেন।