কৃষি ব্যাংকের বিচরণ সকল সেক্টরে– কুমিল্লায় ব্যবস্থাপনা পরিচালক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

আমরা এলসি করি, গার্মেন্টস লোন দেই, কৃষকদের লোন দেই। কৃষি ব্যাংকের বিচরণ সকল সেক্টরে আছে। আমাদের শক্তি হলো তরুণ মেধাবী অফিসারগণ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের ৪১ শতাংশ মানুষের কর্মসংস্থান কৃষি থেকে। সোমবার (২৫ ডিসেম্বর) কৃষি ব্যাংক কুমিল্লা অঞ্চলিক কার্যালয়ের পর্যালোচনা সভায় এ বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান। ব্র্যাক লানিং সেন্টার কুমিল্লায় অনুষ্ঠিত এ বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালনা মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাঃ খালেদুজ্জামান, কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ।

এ সম্মেলনে কুমিল্লা, লাকসাম ও নোয়াখালী অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ২০২৩-২৪ অর্থবছরের সকল ব্যবসায়ীক লক্ষমাত্রার বিপরীততে অর্জনসমূহ পর্যালোচনা করেন। ঋণ বিতরণ, আদায় আমানত সংগ্রহ গুরুত্ব প্রদান করে বক্তব্য রাখেন। ঋণ খেলাপির অভিযুক্তদের বিরুদ্ধে কেনো মামলা হয় না? এ নিয়ে প্রশ্ন রাখেন। অগোছালো শাখা সমূহের বিষয়ে সতর্কতা সংকেত দেন। একই সাথে কুমিল্লা অঞ্চলের সকল শাখা পরিদর্শনের কথা জানান প্রধান অতিথি।

অনুষ্ঠানের শুরুতে কৃষি ব্যাংক কুমিল্লা মুখ্য আঞ্চলিক কার্যালয় থেকে প্রথম বারের মতো ডাইরি প্রকাশ করেন । বিষয়টি ব্যাংকের নতুনত্ব ও মাইলফলক বলে মন্তব্য করেন।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক। অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থায়নের জন্য ১৯৭৩ সালের ৩১ মার্চ প্রতিষ্ঠা লাভ করে। আমানত, ঋণ, বৈদেশিক বাণিজ্যসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। যা ১০৩৮ টি অনলাইন শাখা থেকে পরিচালিত হচ্ছে।