কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে ক্যামব্রীজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সোমবার সকাল ৯ টা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ এনামুল হক মাসুদের সার্বিক পরিচালনায় ও সঞ্চালনায় দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে বার্ষিক মূল্যায়ণ পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণ ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী অধ্যাপক এমাদ উদ্দিন আহমেদ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম তরুন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সহকারী পরিচালক সাংবাদিক জিএম নজরুল ইসলাম লিটন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ইকবাল হোসেন।
সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক সাদিয়া পারভীন রুবি, অনুষ্ঠান পরিচালনায় সহযোগী সিঃসহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক বকুল আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক হাসিনা বেগম,সহকারী শিক্ষক নাদিয়া আক্তার, সহকারী শিক্ষক জান্নাত পুতুল, সহকারী শিক্ষক মোঃ সোহেল আহমেদ,সহকারী শিক্ষক মোঃমোকিত সহ অন্যান্য নেতৃবৃন্দ, অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়,নেতৃবৃন্দের বক্তব্যর পরে বিজয়ী দের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দ।