ক্ষতিকর রং ব্যবহার করে নামি ব্র্যান্ডের নাম নকল করে আইসক্রিম তৈরি করায় ৭৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লায় ক্ষতিকর রং ব্যবহার ও নামি ব্র্যান্ডের নাম নকল করে আইসক্রিম তৈরি করায় একটি প্রতিষ্ঠান বন্ধ ও অপর দুটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করে দেয়া হয়েছে। বুধবার (২৭ জুলাই) জেলার আর্দশ সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানিয়েছেন, আইসক্রিম এবং আইসক্রিমবার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রং,
স্যাককারিন ও ঘনচিনির ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত এবং ঢাকার নামি-দামি ব্রান্ডের নাম নকল করে মোড়কীকরণ করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে উপজেলার শিবের বাজারের মেসার্স প্রিয় আইসবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই মণ আইসক্রিম, পাঁচ প্যাকেট বিভিন্ন কালারের রং, এক কৌটা স্যাকারিন এবং এক কৌটা ঘনচিনি জব্দ করে ধ্বংস করা হয়। একই অভিযোগে চাঁনপুর ব্রিজ এলাকার মেসার্স কমলা আইসক্রিম
ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করে এক রিল নকল আইসবারের মোড়ক, অনুমোদনহীন তিন কৌটা ফ্লেবার এবং দুই প্যাকেট রং জব্দ করে ধ্বংস করা হয়।পাশাপাশি প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে দেয়া হয়।