খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, আ’লীগ নেতা সৈয়দ মোশারফ গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

২০১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম সৈয়দ মোশারফ হোসেন। তিনি শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, ২০১৫ সালের ২০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতার মোশাররফের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে।

তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।