ঢাকা লিগের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘তামিমের অবস্থা গুরুতর হওয়াতে তাকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন তিনি।’
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। তিনি বলেছেন, ‘তামিম নিজেই বলছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাবে। ওর অস্বস্তি লাগছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। হাসপাতাল থেকে ও যখন বিকেএসপিতে যাচ্ছিল, আবার ব্যথা শুরু হয়। তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এখন পর্যবেক্ষণে আছে। আপাতত এটাই জানা গেছে। আমরা যাচ্ছি হাসপাতালে। পরে বোঝা যাবে।’
বিসিবির বোর্ড সভাও হওয়ার কথা ছিল আজ। কিন্তু শীর্ষ কর্মকর্তারা সেখানে থাকায় ১২টার সভা বাতিল করা হয়েছে।