গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা কুমিল্লার ৯ কেন্দ্রে ১৮ হাজার পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

মহিউদ্দিন মাহি ।। গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (৩০ জুলাই)। এ দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের ‘ক’ ইউনিটের মাধ্যমে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় এবার কুমিল্লার ৯ টি কেন্দ্রে মোট ১৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এসব কেন্দ্রের দায়িত্বে রয়েছে কুমিল্লা বিশ^বিদ্যালয় (কুবি)।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, টিটিসি, ক্যান্টনমেন্ট কলেজসহ কুমিল্লার মোট ৯টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ‘ক’ ইউনিটে ৯ হাজার ১১ জন, ‘খ’ ইউনিটে ৪ হাজার ৯৯৮ জন এবং ‘গ’ ইউনিটে ৪ হাজার ৫৩ জনসহ সর্বমোট ১৮ হাজার ৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

পরীক্ষার সার্বিক প্রস্তুুতি নিয়ে কুবি ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বলেন, ভর্তি পরীক্ষার জন্য
সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশসহ সকল
সেচ্ছাসেবীদের সাথে এ নিয়ে কথাবার্তাও সম্পন্ন হয়েছে।

ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী জানান, কুমিল্লা কেন্দ্রে ‘ক’ ইউনিটে
প্রকৌশল অনুষদের ডিন ড. মো. সাইফুর রহমান, ‘খ’ ইউনিটে সামাজিক বিজ্ঞান
অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী এবং ‘গ’ ইউনিটে ব্যবসায় শিক্ষা
অনুষদের ডিন ড. বিশ্বজিৎ চন্দ্র দেব আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ১৩ আগস্ট ‘খ’ এবং ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।