চৌদ্দগ্রামে চেয়ারম্যানের উপর হামলাকারী অস্ত্র হাতে ভাইরাল যুবলীগ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যানের উপর হামলাকারী অস্ত্র হাতে ভাইরাল হওয়া যুবলীগ নেতা মোস্তফা মনিরুজ্জামান জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। কুমিল্লা কোর্ট থানার ইন্সপেক্টর মুজিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলকে চেক জালিয়াতির তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে হাজির করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। পরে কুমিল্লা যুগ্ম দায়রা জজ-৩ আদালতের বিচারক সমরেশ শীল তিনটি চেক জালিয়াতি মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ১৪ জুলাই চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা শাহ জালাল মজুমদারের ওপর হামলা করেন মনিরুজ্জামান জুয়েলসহ কয়েকজন। এরপর যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের অস্ত্রসহ দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল ওই ছবিগুলো নিয়ে জেলাজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। ১৫ জুলাই জুয়েলের স্ত্রী ফারজানা হক থানায় হাজির হয়ে ৮৬ রাউন্ড গুলিসহ অস্ত্রটি জমা দেন।