চৌদ্দগ্রামে ত্রাণ দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় আহত ৬ শিক্ষার্থী হাসপাতালে

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
প্রকাশ: ৭ মাস আগে

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যা কবলিত এলাকায় পানি বন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে বাড়ি ফেরার পথে ৬ জন শিক্ষার্থী আহত হয়েছে। তবে পিক-আপের চালকের খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রনি। আহত শিক্ষার্থীরা হলো ঢাকা সাভারে আশুলিয়া কাদঘর এলাকার আসলাম মিয়া ছেলে আফসান,আবাস উদ্দিনের ছেলে মাজেদ, হাকিম মোল্লার ছেলে রাতুল, মোতালেবের ছেলে মারুফ, একই উপজেলার মানিকগঞ্জ গ্রামের নুরুল ইসলামের ছেলে আরাফাত, নয়াপাড়া গ্রামের আবুল কাশেম ছেলে কায়স হাসান। শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো রুবেল জানান বাইকে করে চৌদ্দগ্রাম যাওয়া পথে সকাল এগারটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় পিক-আপের পিছনে ধাক্কা দেওয়ায় ৬ জন শিক্ষার্থী পড়ে চিৎকার করছে, স্থানীয় লোকজন সহ তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। ৪ জনে অবস্থা খুব খারাপ। আহত শিক্ষার্থী কায়স হাসান বলেন আমরা এইচএসসি পরীক্ষার্থী ৬ জন বন্ধুরা মিলে ঢাকা সাভার আশুলিয়া থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যা পানি বন্দি মানুষকে ত্রাণ দিতে সোমবার রাত ১ টায় রওনা দিয়ে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম আটগ্রাম এলাকায় ত্রাণ দিয়ে ফেরার পথে ঘুমাই পড়ে ছিলাম, হঠাৎ আওয়াজ শুনে ঘুম ভাঙ্গলো দেখি সবাই শরীর থেকে রক্ত পড়ছে। মিয়ার বাজার হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম জানান আমরা এ বিষয়ে জানিনা,আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খবর নিয়ে প্রয়োজনী ব্যবস্থা নিবো। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা মোহাম্মদ ফজলে রাব্বি জানান ত্রাণ দিয়ে বাড়ি ফেরার পথে ৬ জন শিক্ষার্থী আহত হয়ে হাসাপাতালে ভর্তি আছে। আমরা সকল চিকিৎসা খরচ বহন করবো।