চৌদ্দগ্রামে রাজাপুর বাজারে সোসাল ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি ।।
প্রকাশ: ২ years ago

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজাপুর বাজারে সোসাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ভার্চুয়ালভাবে ব্যাংকের উদ্বোধন করেন এসআইবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মাহবুব উল আলম। সভাপতিত্ব করেন ব্যাংকের এসআইবিএল সিইও এন্ড এমডি জাফর আলম। স্থানীয়ভাবে প্রবীণ আ’লীগ আলহাজ¦ ফজলের রহমানের সভাপতিত্বে ও এজেন্ট হোল্ডার মোঃ জহিরুল হাসানের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মাস্টার রফিকুল ইসলাম, এসআইবিএল মুন্সিরহাট শাখার ব্যবস্থা কামরুল ইসলাম, ইউপি মেম্বার আবাদ মোল্লা, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ওবায়েদুল্লাহ, মাওলানা আবুল হাশেম, মাওলানা মুফতি ফরহাত উল্লাহ, আহসান হাবিব, আর্মি শাহজাহান কবির, প্রভাষক মাসুদুর রহমান, আবদুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।