চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত , আহত ২

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
প্রকাশ: ৫ মাস আগে

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ হাসান (৩৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও কাজী মুনছুর, মাহিদুল হক নামে চালক এবং আরোহী আহত হয়েছেন। নিহত হাসান উপজেলা বাতিসা ইউনিয়ন কালিকসার গ্রামের রফিক মিয়ার ছেলে।

তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার এস আই আনোয়ার হোসেন ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৪ অক্টোবর) রাত ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জগন্নাথদীঘি এলাকায়।

আহত মাহিদুল হক জানান, আমি আর মুনছুর মোটরসাইকেল নিয়ে জগন্নাথদীঘি এলাকা থেকে রওনা হয়ে একটু সামনে থেকে অপর আরোহী হাসান নিয়ে রওনা হতে পিছন থেকে অজ্ঞাত নামা একটি ট্রাক ধাক্কা দিলে হাসান গুরুতর আহত হলে স্হানীয়দের সহযোগীতায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় নাই। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি গুরুতর আহত একজন হাসপাতালে নামার পথে মৃত্যু হয়।