জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মসজিদের খতিব ও জামায়াত নেতাসহ নি*হত ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমিরসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। রবিবার সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের দুটি টিম পাঠানো হয়েছে। নিহতরা হলেন— রাজা পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার জামায়াতে ইসলামীর আমির ও কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন (৪৫), তার চাচাতো ভাই আবদুল মান্নান ও বোন শাহীনা বেগম (৩৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য (ইউপি সদস্য) হেলাল উদ্দিন বলেন, মাত্র ১৪ কড়া ভিটি জমি নিয়ে মসজিদের খতিব ও জামায়াত নেতা মাওলানা আবদুল্লাহ আল মামুনের সঙ্গে তার চাচাতো ভাই আবদুল মান্নানের বিরোধ চলছিল। রবিবার সকালে মাওলানা মামুন জমিতে কাজ করতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।

 

তিনি আরো জানান, সংঘর্ষে আহত চারজনের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।