জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদযাপন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

সাইমুম ইসলাম অপি ।।
প্রকাশ: ১ বছর আগে

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদযাপন উপলক্ষে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশন কর্মশালায় উপস্থিত ছিলেন নবাগত সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ভিটামিন-এ ক্যাপসুল এর বিভিন্ন দিক নিয়ে কথা বলা হয়। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে অবহিত করা হয়। ভিটামিন-এ ক্যাপসুল শিশুকে অপুষ্টিজনিত অন্ধত্ব, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা হ্রাস এবং মৃত্যু ঝুঁকি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানান রোগব্যধি থেকে রক্ষা করে।

ভিটামিন-এ এর অভাবে ক্ষতিকর প্রভাব, অভাবের কারন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, প্রতিরোধমূলক ব্যবস্থা, সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন এ ক্যাপসুল প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।