কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ১৯৭১ এ লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছিল আয়না ঘরে যাওয়ার জন্য নয়। সেই স্বাধীনতা হারিয়ে গিয়েছিল, নয়তো নতুন করে বিপ্লবের ডাক আসতো না। আয়নাগর জুলুম নির্যাতন এসব কিছু থেকে মুক্তি পেতেই তো মানুষ একাত্তরে জীবন দিয়েছিল। জুলাই আগষ্টের আগ পর্যন্ত আমাদের শুধুমাত্র একটি মানচিত্র ছিলো, বাকী কোনো স্বাধীনতা ছিলো না। যেটা ছিলো সেটা তো নামকা ওয়াস্তে স্বাধীনতা ছিলো। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে কুমিল্লার টাউনহল মাঠে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
এসময়, হাজী ইয়াছিন আরো বলেন, মহান বিজয় দিবসে আমি স্মরণ করছি শহীদ জিয়াউর রহমানকে যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে মানুষ যে স্বাধীনতা পেয়েছিল ১৬ বছরের অত্যাচার, জুলুম, নির্যাতনের কারণে মানুষ সেই স্বাধীনতার কথা ভুলেই গিয়েছিল। তারপর স্মরণ করছি তাদেরকে জুলাই আগস্ট এর বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে মানুষ আবার সেই স্বাধীনতা ফিরে পেয়েছে। মানুষ সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে এখন। তাই কুমিল্লা সহ সারা দেশের মানুষের কাছে বলব, আসুন আমরা দেশ গঠন করি তা না হলে এতসব শহীদের রক্ত কষ্ট পাবে। তাদের কাছে আমরা জবাব দিতে পারব না।
এর আগে বিশাল র্যালি নিয়ে একাত্তরের শহীদদের স্মরণে কুমিল্লা টাউন হলের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন সহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দীন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।