জেল খাটানোর প্রতিশোধ নিতেই আইমনকে হত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর দোকান কর্মচারী আইমনকে (১৮) হত্যার দায় স্বীকার করেছেন গ্রেফতার তিন আসামি। জেল খাটানোর প্রতিশোধ নিতেই জামিনে বেরিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

রোববার (২২ মে) রাতে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে তিনজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি বলেন, রোববার রাত ৯টার দিকে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ফোজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন। পরে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসআই জাহাঙ্গীর আলম আরও বলেন, রোববার বিকেলে তিন আসামি রাকিব, রিমন ও পাভেলকে আদালতে আনা হয়। এ সময় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তাদের ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। জবানবন্দি দেওয়ার পর রাত ৯টায় তারা ম্যাজিস্ট্রেটের খাস কামরা থেকে বের হন।

২১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনীর ডিবি রোডের ভাই ভাই স্পোর্টস দোকানের কর্মচারী মোহাম্মদ আয়মনকে (১৮) ছুরিকাঘাতে হত্যা করা হয়