টাকা ছাড়াই ঈদের কেনাকাটা!

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় মার্কেটগুলোতে কেনাকাটার ধুম লেগেছে। তবে আর্থিক অস্বচ্ছলতার কারণে যাদের নতুন পোশাক  কেনার সামর্থ্য নেই; তাদের জন্য ‘ঈদের ফ্রি হাটের’ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

এ উপলক্ষে বুধবার কেন্দুয়া পৌর সদরে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ঈদের ফ্রি হাট’ বসে। এতে কয়েকটি স্টল ছিল। প্রতিটি স্টল থেকে টাকা ছাড়াই পছন্দের যে কোনো পোশাক বেছে নিয়েছেন অসহায় মানুষ।

এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম।

‘ঈদের ফ্রি হাট’র সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হলি খান ও শাহ আলী তৌফিক রিপন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেরুন্নেছা গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালী, নারী নেত্রী মেহেরুন্নেছা নেলী, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বসর্মা, মুক্তি ফাউন্ডেশনের সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ, স্বেচ্ছাসেবী সামাদ, মোস্তাকিম ও নাবিল।

জানা গেছে, ২৫০টি দরিদ্র পরিবারের লোকজন টাকা ছাড়া এ হাট থেকে তাদের পছন্দ মতো জামা, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, প্যান্ট, কসমেটিকসহ সেমাই, চিনি নিয়েছেন।