টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শনিবার মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে টাইগাররা।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের বর্তমানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারের ১৩টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচ জয় পেয়েছে তারা। অন্যদিকে টাইগাররা জয় পেয়েছে ৫টি  ম্যাচে। অপর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

জয়-পরাজয়ের পরিসংখ্যান দেখলে বলা যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা প্রায় সমানে সমানেই হয়েছে।

তবে দুই দলের মধ্যে হওয়া সর্বশেষ সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজই। ২০১৮ সালে সিলেটে ও ঢাকায় হওয়া তিন ম্যাচের সিরিজটি ক্যারিবীয়রা জিতেছিল ২-১ ব্যবধানে।

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। সেখানেও জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য দল:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস, এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।