ডিসেম্বরেই মেট্রোরেলের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই মেট্রোরেল উদ্বোধন করা হবে। আর ২০২৩ সালের শেষদিকে উদ্বোধন করা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের।

মঙ্গলবার সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, এক্সপ্রেসওয়ের কাজে কিছুটা ধীরগতি ছিল। কিন্তু এখন গতি বেড়েছে। সরকার এ প্রকল্পে অর্থায়নের সমস্যাও দূর করেছে।

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সবকিছু এক সঙ্গে হয় না। যারা সমালোচনা করেন, বড় বড় কথা বলেন, তাদের একটি কাজ দেখান। যে কাজটি যানবাহন চলাচলে সুবিধা করে দিয়েছে। সামনে মেট্রোরেল দেখবেন, কর্ণফুলী টানেল দেখবেন।

তিনি আরো বলেন, মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয়। ছোট ছোট যেসব যান; বিশেষ করে তিন চাকার ইজিবাইক- এগুলো নিয়ন্ত্রণ করা না হলে সমস্যা আরো বেশি হতো।

উল্লেখ্য, যানজট থেকে রাজধানীবাসীকে মুক্তি দিতে দ্রুত এগিয়ে চলছে দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ প্রকল্পের কাজ। এটি বাস্তবায়ন করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এ প্রকেল্পর রুট নির্ধারণ করা হয়। পরে মতিঝিল ছাড়িয়ে মেট্রোরেলের রুট কমলাপুর পর্যন্ত বাড়ানো হয়।