ডেঙ্গু প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় সারাদেশে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন অফিসগুলো পরিষ্কার করার পাশাপাশি পানি জমার স্থানগুলো বিনষ্ট করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ কর্মকর্তাদের জন্য এ নির্দেশনা জারি করেছেন নির্বাচন কমিশন সচিবালয়। এতে সই করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সাধারণ সেবা শাখার উপ-সচিব রাশেদুল ইসলাম।

এতে বলা হয়েছে, এডিস মশার প্রজনন রোধই পারে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে জনসাধারণকে রক্ষা করতে। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধিসহ এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের কোনো বিকল্প নেই।

নির্দেশনায় আরো বলা হয়, ডেঙ্গু রোগ প্রতিরোধকল্পে এডিস মশার প্রজনন রোধে নির্বাচন ভবন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল এবং আবাসস্থলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাসহ পানি জমার পাত্র বা স্থানসমূহ বিনষ্ট করতে নির্দেশনা দেওয়া হলো।